বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত হারুন ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির রাস্তা নিয়ে ইউনুস ও সামসুল হকের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দুপুরে সামসুল হকের লোকজন চলাচলের রাস্তা বন্ধ করতে গেলে ইউনুস মিয়ার লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ থামাতে চৌধুরী বাড়ির হারুণ চোধুরী এগিয়ে গেলে তার বুকে ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালের নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সরাইল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. নুরুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি