ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শিশুকে অপহরণের পর হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
গাজীপুরে শিশুকে অপহরণের পর হত্যা 

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে আব্দুল্লাহ আল নোমান (৬) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত নোমান গাজীপুর সদর থানার বানিয়ারচালা এলাকার লোকমান হোসেনের ছেলে।

 

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেন জানান, বুধবার বিকেলে নোমানকে অপহরণ করে ভাড়াটিয়া বাবুল হোসেন। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তিনি।  

তিনি আরও বলেন, মুক্তিপণের টাকা না দিয়ে নোমানের পরিবার জয়দেবপুর থানায় অভিযোগ দেয়। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে বাবুল হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় বাবুল পুলিশের কাছে স্বীকারোক্তি দেন এবং মরদেহের সন্ধান জানান। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে।  

বাংলাদশে সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
আরএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।