বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় রাস্তার পাশ থেকে আনুমানিক ৭০ বছর বয়সের অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয়রা বাহেরচর গ্রামের একটি রাস্তার পাশের ডোবায় আনুমানিক ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/এএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।