বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শের জবাবে নবাগত জেলা প্রশাসক বলেন, কর্মকালীন কাজে ভুল হতে পারে, কিন্তু ইচ্ছাকৃত ভুল করা যাবে না।
জেলা প্রশাসক হিসেবে পদায়নের পর প্রথম সিলেটে বদলি হয়ে আসা এম. কাজি এমদাদুল ইসলাম বলেন, এটা আমার পরম সৌভাগ্য যে, আমি পূণ্যভূমি সিলেটে আসতে পেরেছি। এখানে দায়িত্ব পালনকালে আমি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবো। বৈধ কাজের পক্ষে থাকবো।
সিলেটে ১৯১তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অতীতে যেসব জেলা প্রশাসক ভালো কাজ করে গেছেন, তাদের মতো যোগ্যতা আমার নেই। তবে তাদের অনুসরণ করে চলার চেষ্টা থাকবে।
ভূমিহীনদের ব্যাপারে তিনি বলেন, ভূমিহীনদের নিয়ে সারাদেশে কাজ হয়েছে, সিলেটেও হবে। যাদের জমি আছে ঘর নেই এ ধরনের ৫৫২ জন বাছাই করা হয়েছে। শিগগিরই সরকারি সহায়তা তহবিলে লাখ টাকায় প্রত্যন্ত অঞ্চলে দরিদ্রদের প্রত্যেকের ঘর তৈরি করে দেওয়া হবে। এছাড়া কৃষি জমি বন্দোবস্তের বিষয়টি খতিয়ে দেখে প্রতিকার করা হবে।
সিলেটে প্রকাশ্যে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ করতে জেলা প্রশাসন থেকে অভিযান চালানোর ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।
তিনি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে বলেন, সিলেট পর্যটন নগরী। জেলা প্রশাসক হওয়ার আগে তিনি সিলেটে এসেছেন। রাতারগুল, বিছানাকান্দি গিয়েছেন। পর্যটনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, এগুলো নিরসন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ, সহকারী কমিশনার উন্মে সালিক রুমাইয়া।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনইউ/জেডএস