বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে ইউনিয়নের নোয়াপাড়া পাক্কার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। নোয়াপাড়া গ্রামের দরিদ্র রিকশা চালকের মেয়ে স্বল্প যশোদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করে।
স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে একই গ্রামের আমির হোসেন মেম্বারের বখাটে ছেলে নাসির মিয়া (৩০) তার মুরগির খামারে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে। এসময় ধর্ষক নাসির পালিয়ে যায়।
অভিযুক্ত নাসির প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
যশোদল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর শিশুটিকে থানায় পাঠানো হলে পুলিশ তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে বলেন, বিষয়টি তার জানা নেই।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জিপি