ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় নৌকাডুবে জেলে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
পদ্মায় নৌকাডুবে জেলে নিখোঁজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাডুবে সাহাবুল ইসলাম (৪২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারের নিচে পদ্মা নদীতে ডুবে তিনি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পূর্ব ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের আমিরুল ইসলাম কবিরাজের ছেলে সাহাবুল ইসলাম ও তার চাচাতো ভাই হামিদুল ইসলাম নৌকা চড়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন।

এ সময় নদীর প্রবল স্রোত ও বাতাসের ঢেউয়ে নৌকাটি ডুবে গেলে হামিদুল ইসলাম ডাঙ্গায় উঠে এলেও সাহাবুল ইসলাম নিখোঁজ হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।