ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেখ লুৎফর রহমান সেতুর উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
শেখ লুৎফর রহমান সেতুর উদ্বোধন শেখ লুৎফর রহমান সেতুর উদ্বোধন

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ‘শেখ লুৎফর রহমান সেতু’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরই মধ্য দিয়ে ওই উপজেলার লক্ষ্মীপুর-বাঁশগাড়ি ইউনিয়নের সঙ্গে উন্মেচিত হলো যোগাযোগের নতুন দ্বার। ফলে প্রত্যন্ত এ এলাকার মানুষ সহজেই উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারবে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুটি আট বছর আগে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি অডিটরিয়ামে এক সুধী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারি করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালি করে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, মাদারীপুর জেলা পুলিশ সুপার (এসপি) সুব্রত কুমার হালদার, উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী ও পৌরসভা মেয়র এনায়েত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।