ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে চালু হলো ই-ট্রাফিক সেবা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
রংপুরে চালু হলো ই-ট্রাফিক সেবা রংপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবার উদ্বোধন করা হয়েছে

রংপুর: ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও চালকদের ভোগান্তি কমাতে রংপুরে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) নগরীর মেডিকেল মোড় এলাকায় বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদ ও রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
 
নতুন এ সেবার বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ আব্দুল আলীম মাহমুদ বলেন, যানবাহন চালকদের ট্রাফিক আইন মানতে বাধ্য করবে এ সেবা।

এছাড়াও ট্রাফিক আইন অমান্যকারীদের তাৎক্ষণিক মামলাসহ জরিমানার টাকা আদায় করতে পারবে পুলিশ। এ ক্ষেত্রে চালকরাও অতি সহজে ইউ-ক্যাশ সেবার মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, সাধারণ মানুষের শ্রমশক্তির অপচয় রোধ, ট্রাফিক আইনের মামলায় হয়রানি ও দুর্ভোগ কমানোসহ এ বিষয়ক বিড়ম্বনা রোধে ই-ট্রাফিক সেবা অনেক বড় ভূমিকা পালন করবে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির পরিবর্তে এর আওতায় ঘরে বসে যে কোনো ট্রাফিক মামলার সমাধান করতে পারবেন তারা।

রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, এ সেবা চালু হলে রংপুরের সড়কে ট্রাফিক আইন মেনে চলার হার বাড়বে। ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম আরও স্বচ্ছভাবে পালন করতে পারবেন। পাশাপাশি চালকরাও বৈধ কাগজ-পত্র নিয়ে চলাচলে বাধ্য হবেন। এতে সড়ক দুর্ঘটনার হার অনেক কমে আসবে।  

এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার শহিদুল্লাহ কাওছার, ডেপুটি কমিশনার (ট্রাফিক) মাইদুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার ইমরুল কায়েস,পুলিশ পরিদর্শক (ট্রাফিক) দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।