বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর মিরপুরে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। একই সঙ্গে সরকারি ঘোষিত দরিদ্র চালকদের মধ্যে স্বল্পমূল্যে ৫ হাজার অটোরিকশা বিতরণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানান তারা।
ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক পরিষদ আয়োজিত মানববন্ধন ও লাল পতাকা মিছিলে সংগঠনের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলালের নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা।
ঐক্য পরিষদের সদস্য সচিব সাখাওয়াত হোসেন দুলাল বলেন, পরিবহন শ্রমিকরাই দেশের প্রাণ সঞ্চালনকারী। সারাদেশে প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিক প্রতিনিয়ত জনগণের সেবা দিয়ে যাচ্ছে। গণপরিবহন-পণ্য পরিবহন থেকে শুরু করে সবকিছু পরিবহন শ্রমিকদের সম্পৃক্ততা আছে। পরিবহন শ্রমিকরা শ্রম বন্ধ রাখলে দেশ অচল হয়ে পড়বে।
তিনি বলেন, যে শ্রমিকরা দেশের রক্ত সঞ্চালনকারী তাদের বিরুদ্ধে শ্রমিকবান্ধব সরকার হয়েও এই সরকার যে আইন করেছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি পরিবহন আইন- ২০১৮ এর মধ্যে প্রণীত শ্রমিক স্বার্থবিরোধী আইনের ধারা-উপধারাগুলো সংশোধন না করলে পরিবহন শ্রমিকরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, আ. বারেক দেওয়ান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা নুরু মিয়া, আ. রহিম, কামরুজ্জামান খান টুকু, সহিদুল ইসলাম, কামাল হোসেন, মনির হোসেন, সুমাইয়া আক্তার, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা আছিয়া আক্তার নিলু, আনোয়ার হোসেন, শেখ মাসুদ, নজরুল ইসলাম, সোনিয়া আক্তার লাইলী প্রমুখ।
মানববন্ধন শেষে মিরপুর ১৪ নং থেকে লাল পতাকা মিছিল সহকারে ভাসানটেক বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসএম/জেডএস