বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুদক টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে সখীপুর থানায় দু’টি মামলা করেন।
দুই মামলাতেই বন বিভাগের সখীপুর উপজেলার নলুয়া বিন কর্মকর্তা মো. আলাউদ্দিন এবং বহেড়াতলী রেঞ্জের সাবেক বিট কর্মকর্তা মো. শহীদুল আলমকে (বর্তমানে রাজশাহী বন বিজ্ঞান ও প্রযুক্তি ইনিস্টিটিউটে কর্মরত) আসামি করা হয়েছে।
একটি মামলায় সামাজিক বনায়নের ২৭ লাখ ১৫ হাজার টাকা বন সৃজনের কাজে ব্যবহার না করে আত্মসাৎ এবং সামাজিক বনায়নের প্লট বরাদ্দের নামে ১৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় সখীপুরের বহেড়া তৈল সদর রেঞ্জের নবজাগরণ সামাজিক বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিয়াকেও আসামি করা হয়েছে।
অপর মামলায় ওই দুই বন কর্মকর্তা ছাড়াও সখীপুরের ঘটেশ্বরী মৌজার সবুজ ছায়া সামাজিক বনায়ন সমিতির মো. নাজিম উদ্দিন, আকবর হোসেন ও আব্দুস সালামকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে সামাজিক বনায়ন সৃজনের ১৩ লাখ ৯৫ হাজার টাকা এবং বনায়নের প্লট বরাদ্দের নামে ৭ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পরস্পরের যোগসাজশে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
জিপি