বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চালুহারা গ্রামের মো. আব্দুল মালেক (২৩), একই এলাকার সোহেল রানা (২২), রতন শেখ (২০), এরশাদ আলী (৩০) ও সাইফুল ইসলাম (২৫), খাস পুখুরিয়া দক্ষিণপাড়া গ্রামের শামছুল হক (২৫) এবং ফুলহারা গ্রামের মো. হানিফ শেখ (২৪)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে ঘোড়জান ও ভুতের মোড় এলাকায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসসয় ১৪টি কারেন্ট জাল (১৩ হাজার মিটার) জব্দ ও সাত জেলেকে আটক করা হয়। পরে আটক জেলেদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এনটি