শুক্রবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়লে পাশের পৌর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগুন ধরে যায়।
প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
আগুনে পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
কেএসএইচ/জিপি