শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। রতন জামালপুরের আফজাল হোসেনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুর ইসলাম বাংলানিউজকে জানান, সকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলে রতনের মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই রফিকুর।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আরআইএস/