বছর ঘুরে আবার দুর্গতিনাশিনী দশভূজা দেবী দুর্গা আসছেন ভক্তদের মাঝে। দেবী দুর্গার আগমনে সনাতন ধর্মালম্বীদের ঘরে ঘরে চলছে আনন্দ-উৎসব।
সোমবার (৮ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে দেবীর আগমনের ডামাডোল। এবারে দেবী দুর্গা ঘোটকে (ঘোড়া) মর্ত্যলোকে আসবেন এবং দোলায় চড়ে আবারো কৈলাশ পর্বতে স্বামীগৃহে ফিরে যাবেন।
দেবীকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে এখন সাজ-সাজ রব। প্রতিমার দিকে দৃষ্টি ফেললে মনে হচ্ছে শিল্পীর হাতের যাদুতে প্রাণ পেয়েছে দেবী দুর্গা। পূজা শুরুর আগে প্রতিমা দেখার অনুমতি নেই, তারপরও উঁকি মেরে দেবী দুর্গাকে এক নজরে দেখছেন অনেকে।
এদিকে কেআইবি প্রাঙ্গণে প্রতিমার গায়ে তুলির শেষ আঁচড় দিতে এখন ব্যস্ত প্রতিমা শিল্পী সুবল পাল।
সনাতন সমাজ কল্যাণ সংঘের আয়োজনে দুর্গাপূজা বিগত কয়েক বছর ব্যাপক সাড়া ফেলেছে। মাগুরার তরুণ ডেকোরেটরের বিস্ময়কর আধুনিক আলোকসজ্জা এবং সনাতন ধর্মাবলম্বীদের ১৩টি তীর্থধামের ক্ষুদ্র সংস্করণসহ ইলেক্ট্রনিক্স দুর্গা এবারের দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা।
সনাতন সমাজ কল্যাণ সংঘ এবারের প্রতিমা হচ্ছে- সনাতনী ঢং-এর কিন্তু আধুনিক অলঙ্ককরণে সজ্জিত। কেআইবি প্রাঙ্গণে খ্যাতনামা স্বর্ণ শিল্পীরা এবারের প্রতিমাকে অলঙ্কারিত করার দায়িত্ব পালন করছেন। প্রতিমাসহ মণ্ডপের সার্বিক সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন উত্তম কুমার রায়।
তিনি জানান, এবারের মণ্ডপের সাজসজ্জায় ভিক্টোরিয়ান স্টাইলে খোদাই করা কারুকাজ করা হচ্ছে। আর প্রবেশদ্বার হচ্ছে বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরের আদলে। দৃষ্টিনন্দন কারুকাজের এ প্রবেশদ্বারটির নির্মাণ শৈলীতে তার নেতৃত্বে একদল দক্ষ কারুশিল্পীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন।
সনাতন সমাজ কল্যাণ সংঘের এবারের ২৭তম বর্ষের পূজায় দুই হাজার বর্গফুটের মূল পূজামণ্ডপসহ মোট ১৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেলে দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্যে প্রতিমা দর্শনের পাশাপাশি ভারতের ১৩টি তীর্থধাম দর্শনের যেমন ব্যবস্থা থাকছে, একইভাবে নিরাপত্তা ব্যবস্থায় থাকছে ৩২টি সিসি ক্যামেরা। দর্শনার্থীদের এবার একটু আগে ভাগেই বরণ করে নিতে জোর প্রস্তুতি চালাচ্ছেন আয়োজক কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।
আগামী সোমবার (১৫ অক্টোবর) ষষ্ঠীতে শারদীয় দুর্গাপূজায় বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচদিনের শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সপ্তমী, বুধবার (১৭ অক্টোবর) মহাষ্টমী, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মহানবমী এবং শুক্রবার (১৯ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন, শোভাযাত্রা ও বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এই বর্ণিল সার্বজনীন শারদীয় দুর্গোৎসব।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
জিএমএম/আরআইএস/