শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের ইসলামী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাহা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলা উদ্দিনের মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বসুরহাট বাজার থেকে বাড়ি ফেরার জন্য মেয়েকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন মুনতাহার মা। এসময় অটোরিকশাটি চলতে শুরু করলে মায়ের অসাবধানতায় কোল থেকে ছিটকে পড়ে মুনতাহা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
আরএ