শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের পাশে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত বসত ঘরের মালিক ইব্রাহীম ও শাহজাহান জানান, এ আগুনে তাদের দুটি ঘরের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআর/আরআইএস/