ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলায় অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ভুক্তভোগীদের।

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁদখালী বাজারের পাশে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।  

স্থানীয় জানায়, বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়।

এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

ক্ষতিগ্রস্ত বসত ঘরের মালিক ইব্রাহীম ও শাহজাহান জানান, এ আগুনে তাদের দুটি ঘরের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল্লাহ বাংলানিউজকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।