ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত

ঢাকা: বাংলাদেশ আগামী তিন বছরের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচসিআর) সদস্য নির্বাচিত হয়েছে। ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ এই পদে দায়িত্ব পালন করবে।

সূত্র জানায়, শুক্রবার (১২ অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সরাসরি ও গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ১৭৮ ভোট পেয়ে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।

 

বাংলাদেশ এর আগে ২০১৫ -২০১৭ সালে ইউএনএইচিসআর-এর সদস্য পদে দায়িত্ব পালন করেছে।  

মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে ৪৭টি দেশ সদস্য নির্বাচিত হয়ে থাকে। এবার প্রতিবেশী দেশ ভারতও ইউএনইচসিআর-এর সদস্য পদে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এমইউএম/টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।