শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে লুৎফর রহমান সড়কের শাহজালাল লেনে এ ঘটনা ঘটে।
মৃত দুলাল ঢালী (৫০) নগরের ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়নাল আবেদিনের ভাড়াটিয়া ও উজিরপুর উপজেলার ধামুরা এলাকার বশির উদ্দিন ঢালীর ছেলে।
মৃতের স্ত্রী সুমী আক্তার জানিয়েছেন, শুক্রবার রাতে তার স্বামী দুলাল ঢালী গোসল করার কথা বলে ঘর থেকে বের হন। ফিরে এসে জানান স্থানীয় মুদি দোকানী জাহাঙ্গীর হোসেন তাকে মারধর করেছেন।
এরকিছু সময় পরেই দুলাল ঢালী মাটিতে লুটিয়ে পড়লে তাকে নিয়ে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়ে এয়ারপোর্ট থানার এসআই ইয়াসিন জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে মৃতের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন এসআই ইয়াসিন।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘন্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমএস/এমজেএফ