ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরখানে দগ্ধ আট জনের মধ্যে একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
উত্তরখানে দগ্ধ আট জনের মধ্যে একজনের মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় অগ্নিকাণ্ডে একই পরিবারের দগ্ধ আট জনের মধ্যে আজিজুল (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৯ শতাংশ  দগ্ধ হয়েছিল।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, আজিজুলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এর আগে রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের আজিজুলসহ দগ্ধ হন আটজন।

হাসপাতাল সূত্র জানায় আগুনে ডাবলুর (৩৩) শরীরের ৬৫ শতাংশ, আনজুর (২৫) ৬ শতাংশ, আব্দুল্লাহর (৫) ১২ শতাংশ, মুসলিমার (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমার (৩৫) ৮০ শতাংশ, সুফিয়ার (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) ৬৩ শতাংশ পুড়ে গেছে।   

** উত্তরখানে বাসায় আগুন, একই পরিবারের ৮ জন দগ্ধ

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।