শুক্রবার (১২ অক্টোবর) রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামুন-উর-রশিদ রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র ছিলেন।
জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে মহানগরীর বর্ণালীর মোড় এলাকায় দুর্ঘটনার শিকার হন মামুন-উর-রশিদ। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার বাঁ হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে ট্রেন দুর্ঘটনায় নিহত ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসএস/এএইচ