শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেন্দ্রীয় কারাগারের রক্ষী আবু হানিফ বাংলানিউজকে জানান, সকালে কারাগারের ভেতর সাইদুর অসুস্থ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইদুর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেন নি হানিফ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এজেডএস/আরআইএস