শনিবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে সব ধরনের লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, আকাশ মেঘলা এবং ঝড়ো বাতাস থাকায় উত্তাল হয়ে উঠেছে পদ্মানদী।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে জানান, দুপুর থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা উত্তাল হয়ে উঠেছে। এ কারণে দুপুর ১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা স্বাভাবিক হলে আবার চলাচল শুরু করবে।
এদিকে আকস্মিক লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় যাত্রীদের ভিড় বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জিপি