ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগুন নেভাতে ড্রোন ব্যবহার করবে ফায়ার সার্ভিস 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আগুন নেভাতে ড্রোন ব্যবহার করবে ফায়ার সার্ভিস  অনুষ্ঠানে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের ডিজি আলী আহাম্মেদ খান। ছবি: বাংলানিউজ

ঢাকা: কোথাও আগুন লাগলে অথবা যেকোনো দুর্যোগ মুহূর্তে  ফায়ার সার্ভিস ড্রোন ব্যবহার করবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহাম্মেদ খান।

শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর শেরে বাংলানগরে বঙ্গবন্ধু  আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৮ উপলক্ষে তিনি এসব কথা বলেন।

ফায়ার ডিজি আলী আহাম্মেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আধুনিক করতেই কিছু ড্রোন ব্যবহার করা হবে।

ড্রোনের মাধ্যমে কোথায় কি ধরনের ব্যবস্থা নিতে হবে তা জানা সম্ভব হবে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত জানা যাবে। ঝুঁকির মাত্রাও সঠিকভাবে জানা সম্ভব হবে ড্রোনের মাধ্যমে।

ফায়ার সার্ভিসের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে সারা দেশেন ৩৪৮টি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। আগামী দুই বছরে আরো ৫৪০টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। সকল উপজেলাসহ প্রয়োজনীয় স্থানে স্টেশন থাকবে।  

‘আগে আমরা ৯ তলার বেশি উঁচু ভবনে আগুন নেভাতে পারতাম না। এখন ২০ থেকে ২২ তলা ভবনের আগুনও নেভানো সম্ভব হচ্ছে। ’ 

অবকাঠামোগত সমস্যা তুলে ধরে আলী আহাম্মেদ বলেন, শহরে জটলা, সরু সড়কের কারণে অনেক সময় ঘটনাস্থলে যেতেও আমাদের বেগ পেতে হয়। এজন্য পরিকল্পিত শহর নির্মাণ করা জরুরি।  

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এবার ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ শীর্ষক স্লোগানে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।  

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।