শনিবার (১৩ অক্টোবর) দুপুরে হরিণা ফেরিঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নাছির, মো. হাবিব, কাউসার হোসেন, মো. আল আমিন, শাহাদাৎ হোসেন ও মো. আক্তার।
হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে বলেন, শুক্রবার (১২ অক্টোবর) রাত থেকে পরদিন সকাল পর্যন্ত মেঘনা নদীর পশ্চিমপাড় ইব্রাহীমপুর এলাকা অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ জেলেকে মা ইলিশ শিকার অবস্থায় আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছে থাকা নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়। জব্দ হওয়া ১২ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত ৬ জেলেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
জিপি