ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিস্ফোরক মামলায় নেত্রকোনায় গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বিস্ফোরক মামলায় নেত্রকোনায় গ্রেফতার ৪ বিস্ফোরক মামলায় গ্রেফতার চার নেতাকর্মী

নেত্রকোনা: বিস্ফোরক মামলায় নেত্রকোনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ অক্টোবর) ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতাররা হলেন- জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম টিটু, আফজাল হোসেন, যুবদল নেতা নূর মোমেন ও ছাত্রদল নেতা মীর ইসতিয়াক মিন্টু।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, গ্রেফতার চার নেতাকর্মীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের বিরুদ্ধে গত বুধবার (১০ অক্টোবর) বিস্ফোরক মামলা হয়। সেই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।  এ নিয়ে গত তিনদিনে ওই মামলায় দলটির বিভিন্ন পর্যায়ের আরও ১৫ নেতা গ্রেফতার হন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।