শনিবার (১৩ অক্টোবর) ভোরে শহরের বিভিন্ন এলাকা থেকে ওই চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলা বিএনপির নেতা শফিকুল ইসলাম টিটু, আফজাল হোসেন, যুবদল নেতা নূর মোমেন ও ছাত্রদল নেতা মীর ইসতিয়াক মিন্টু।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে বলেন, গ্রেফতার চার নেতাকর্মীসহ ৬৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের বিরুদ্ধে গত বুধবার (১০ অক্টোবর) বিস্ফোরক মামলা হয়। সেই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ওই মামলায় দলটির বিভিন্ন পর্যায়ের আরও ১৫ নেতা গ্রেফতার হন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসআরএস