ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ইদ্রিছ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। ইদ্রিছ ওই গ্রামের সাদেক আলীর ছেলে।

পুলিশ জানায়, উত্তর হারেঞ্জা গ্রামের ইদ্রিছের সঙ্গে একই এলাকার কেরামত আলীর ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিলো। হারেঞ্জা মৌজার প্রায় নয় শতক জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার বেলা ১১টার দিকে কেরামতের লোকজন জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ইদ্রিছ বাঁধা দিলে প্রতিপক্ষ কেরামতের ছেলে রুস্তুম আলী ও আব্দুল বারিকসহ তাদের সহযোগিরা তাকে ইট দিয়ে আঘাত ও পিটিয়ে আহত করে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুল বারিক নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।