ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
রাঙামাটিতে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি-সভা রাঙামাটিতে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতির বক্তব্যে ডিসি মামুন জানান, দেশের বর্তমান আবহাওয়া ভাল নয়। বৃষ্টিপাত এখনো কমেনি। ভারী বৃষ্টিপাতের জন্য রাঙামাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই প্রশাসন চেষ্টা চালাচ্ছে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সেখান থেকে তাদের সরিয়ে নিতে। এ কারণে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে।  

তিনি আরও জানান, বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় এখন রোল মডেল। সীমিত যন্ত্রপাতি এবং সাধারণ প্রযুক্তি দিয়ে বাংলাদেশ বিভিন্ন দুর্যোগের যেভাবে মোকাবেলা করছে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছে। সারাবিশ্ব আজ বাংলাদেশের দুর্যোগ মোকাবেলার কৌশল নিয়ে গবেষণা করছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশকে আইডল মনে করে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমসহ দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত সংশ্লিষ্টরা এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য পরবর্তী দুর্যোগ প্রশমন নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিভিন্ন কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

এরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সদস্যরা জেলা প্রশাসন প্রাঙ্গণে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন এবং উপস্থিত সবাই তা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।