শনিবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আইএসপিআর বলছে, দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন রিয়ার অ্যাডমিরাল মোশাররফ হোসেন খান।
এম এইচ খান ১৯৭৩ সালের ৭ নভেম্বর থেকে ১৯৭৯ সালের পর্যন্ত নৌ প্রধানের দায়িত্ব পালন করেন। তার মেয়াদে ১৯৭৪ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈসা খানকে কমিশনিং প্রদান করেন। একই সঙ্গে নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ও প্রদান করা হয়।
১৯৩২ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন রিয়ার এডমিরাল এম এইচ খান। এরপর ১৯৫৪ সালে নৌবাহিনীতে যোগ দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
আইএসপিআর/এএইচ