শনিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- মনির, শিমুল, মিনহাজ, আমিনুল, সোহান, রিফাত, মিয়াদ ও সাইফ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন বাংলানিউজকে জানান, উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দুর্যোগ প্রশমনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড গণসচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মহড়ায় ভূঞাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মহড়া চলাকালে ফায়ার সার্ভিসের অর্ডিনারি ব্রাঞ্চ পাইপ ছুটে গিয়ে মনিরের পায়ে লাগে। এতে তার পা ভেঙে যায়। এসময় ভয়ে শিক্ষার্থীরা ছোটাছুটি করলে আরো সাত শিক্ষার্থী আহত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আহতদের সার্বক্ষণিক খোঁজ খবর এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে জায়গাটা পিচ্ছিল ছিলো। এ কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এনটি