ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলের দীঘিরপাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় জামাল হেসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জামাল শার্শার নাভারন কাজিরবেড় এলাকার গোলাম রসুলের ছেলে।

 

স্থানীয়রা জানান, বিকেলে একটি গ্লাস বোঝায় নছিমন বেনাপোল বাজার থেকে নাভারনের দিকে যাচ্ছিলো। দীঘিরপাড় এলাকায় এলে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে য়ায়। এতে নছিমনের যাত্রী জামাল গ্লাসের টুকরায় শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, নছিমনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এজেডএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।