ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ধলেশ্বরীতে লঞ্চযাত্রী নিখোঁজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ধলেশ্বরীতে লঞ্চযাত্রী নিখোঁজ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটের যাত্রীবাহী লঞ্চের এক পুরুষ যাত্রী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটগামী হিরোশিক-১ নামের লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে এ ঘটনা ঘটে। 

নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকালের দিকে উদ্ধার অভিযান পরিচালনা করবেন বলে জানিয়েছেন।  

প্রত্যক্ষদর্শী যাত্রী মেহেদি হাসান বাংলানিউজকে বলেন, বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিলে এক পুরুষ যাত্রী পানিতে পড়ে যান।

এসময় যাত্রীরা চিৎকার করলেও লঞ্চ না থামিয়ে ঘাটে চলে যায়। লঞ্চঘাট থেকে দুইটি ট্রলার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েও সন্ধান পায়নি নিখোঁজ যাত্রীর।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহম্মেদ জানান, তাৎক্ষণিকভাবে নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় অনুসন্ধানে চেষ্টা চলছে। সকালের দিকে উদ্ধার অভিযান চলবে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেও সন্ধান পাওয়া যায়নি। লঞ্চ কর্তৃপক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি।  

রাতে বাল্কহেড চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি জানান মাঝে মাঝে অতি দ্রুতগতির বাল্কহেড নদীতে চলে আসে, সেগুলো আটক করা যায় না।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।