ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফ্রি স্বাস্থ্যসেবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফ্রি স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে বিশেষ এ স্বাস্থ্যসেবা পক্ষ।

শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ডিএসসিসির প্রত্যেকটি ওয়ার্ডে সেবা নিতে পারবেন নগরবাসী।  

ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডে সাব অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, দক্ষ শ্রমিক ও ওয়ার্ড সচিবদের সমন্বয়ে ৪৭৬টি কেন্দ্রে ৮৮৯টি কেন্দ্রে বিশেষ এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।



৬৮টি টিমে মোট ১৪২ জন সাব অ্যাসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার কাজ করবেন। এরমধ্যে ১০৫ জন পুরুষ ও ৩৭ জন নারী। প্রাথমিক এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার ওষুধও বিনামূল্যে দেওয়া হবে। প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে থাকছে জ্বর, ঠাণ্ডা-কাশি, ব্যথা প্রভৃতি।

বুধবার (১৭ অক্টোবর) নগর ভবনের ব্যাংক ফ্লোরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল বিশেষ এ স্বাস্থ্যসেবা পক্ষের উদ্বোধন করেন।  

এসময় উপস্থিত ছিলেন প্রধান স্থাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. শেখ মো. সালাহউদ্দিন, ডিএসসিসির সচিব শাহাব উদ্দিন খান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।