ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে দুর্যোগ মোকাবেলায় ৫শ’ তালবীজ রোপণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
মানিকগঞ্জে দুর্যোগ মোকাবেলায় ৫শ’ তালবীজ রোপণ তালবীজ রোপণ কার্যক্রম

মানিকগঞ্জ: প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানিকগঞ্জ পৌরসভার তিন কিলোমিটার সড়কে তালবীজ রোপণ করেছে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ ও উন্নয়ন সংস্থা বারসিক।

বুধবার (১৭ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।  

মানিকগঞ্জ পৌসরভার মেয়র গাজী কামরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে ক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তাল গাছের গুরুত্ব অপরিসীম। এ কারণে সরকার দেশের বিভিন্ন স্থানে তাল বীজ রোপণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাকিতায় মানিকগঞ্জে তালবীজ রোপণ কর্মসূচী চলছে।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
কেএসএইচ/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।