ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সাঈদ গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি শেখ সাঈদ গ্রেফতার 

মেহেরপুর: ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে পুলিশের দায়ের করা নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি মেহেরপুর জেলা বিএনপির সহ সভাপতি শেখ সাঈদ আহমেদকে (৬০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শেখ সাঈদ আহমেদ মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোমানা ইসলামের স্বামী।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে শেখ সাঈদ আহমেদকে ডিবি পুলিশের একটি টীম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নির্বাচন পূর্ববর্তি সময়ে মেহেরপুরের বিভিন্ন স্থানে সরকারবিরোধী নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুন এক বিবৃতিতে জানিয়েছেন, গ্রেফতারকৃত শেখ সাঈদ আহমেদ পুলিশের দায়ের করা নাশকতার মিথ্যা মামলায় আদালত থেকে জামিনে রয়েছেন। নতুন করে বিএনপি নেতাকর্মীদের আটকের অংশ হিসেবে হয়রানি করার জন্যই তাকে আবারো আটক করেছে পুলিশ। অবিলম্বে তাকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।