ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কীটনাশক পান করে গৃহবধূর ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
রাজধানীতে কীটনাশক পান করে গৃহবধূর ‘আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে কীটনাশক পান করে স্বপ্না আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বপ্না জামালপুর সদর উপজেলার চরগারচর গ্রামের অাজমত অালীর মেয়ে।

চার বছরের মেয়ে অারিফা ও স্বামী অারিফ হোসেনকে নিয়ে শাহজাহানপুর গরুর বস্তিতে বসবাস করতেন তিনি। সেখানে থেকে বিভিন্ন বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মা লায়লী বেগম বাংলানিউজকে জানান, তারাও একই বস্তিতে থাকেন। বিকেলে স্বপ্নার বাসায় গিয়ে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। এসময় স্বপ্নার মুখ থেকে কীটনাশকের গন্ধ আসছিলো। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্বপ্নার স্বামী (অারিফ হোসেন) রিকশাচালক। তিনি মাঝে মধ্যে স্বপ্নার বাসায় আসতেন। প্রায় দিনই অন্যত্র থাকতেন।  

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।