ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নলকূপ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) বিকেল ৫ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট সংলগ্ন বিলপাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ঘোনাপাড়ার মোস্তাক আহমদ (৩৫) ও একই এলাকার কাউছার আলম (২২)।

তারা দুইজনেই নলকূপ শ্রমিক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিন বাংলানিউজকে জানান, বিকেলে মাতারবাড়ীর রাজঘাট সংলগ্ন বিলপাড়ার বশির আহমদের বাড়িতে নতুন নলকূপ স্থাপনের কাজ করছিলেন মোস্তাক আহমদ ও কায়সারুল আলম। কাজের একপর্যায়ে লোহার পাইপ বসাতে গিয়ে পার্শ্ববতী বিদ্যুতের লাইনে লেগে যায়। এতে ঘটনাস্থলেই তাদের  দুইজনেই মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত দুই যুবকের সুরতহাল রিপোর্ট শেষে তাদের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।