ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি বাদশাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
সৌদি বাদশাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক  সৌদি বাদশাহ সৌদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। ছবি: বাংলানিউজ

ঢাকা: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটি সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৭ অক্টোবর) বিকেলে আরগায়ে রাজপ্রাসাদে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

 

বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

শেখ হাসিনা সৌদি বাদশাহর আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান।  

পড়ুন>>
**
সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান 

এর আগে বুধবার সকালে প্রধানমন্ত্রী সৌদি আরবের ব্যবসায়ীদের সংগঠন সৌদি চেম্বার ও রিয়াদ চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।