ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মধ্যরাতে বরিশালের রাস্তা থেকে নবজাতক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
মধ্যরাতে বরিশালের রাস্তা থেকে নবজাতক উদ্ধার

বরিশালে: বরিশাল নগরে অজ্ঞাতপরিচয় একটি মেয়ে নবজাতক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নগরের সদররোস্থ সিটি কলেজ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়।

নবজাতকটির বয়স আনুমানিক ২০ থেকে ২৫ দিন হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম।

তিনি জানান, সিটি কলেজ সংলগ্ন এলাকার সরু রাস্তায় নবজাতকটির কান্না শুনতে পান স্থানীয়রা।

পরে স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা নবজাতকটি ফেলে রেখে গেছেন তা জানা যায়নি।

আপাতত নবজাতকটি বরিশাল সিটি করপোরেশনের বিদায়ের অপেক্ষায় থাকা মেয়র মো. আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রুপম জিম্মায় দেওয়া হয়েছে। পাশাপাশি নবজাতকটির পরিবারের সন্ধানের চেষ্টা চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।