ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে স্কুলছাত্রের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
বরিশালে স্কুলছাত্রের আত্মহত্যা

বরিশাল: মোটরসাইকেল কেনার বায়না পূরন না হওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে শোভন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে নগরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শোভন ওই এলাকার বাসিন্দা খালেক সরদারের ছেলে এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কেনার জন্য দাবি করে আসছিলো শোভন। কিন্তু মোটরসাইকেল কিনে দেওয়ার পক্ষে পরিবারের কেউ রাজি না হওয়ায় অভিমান করে, অগোচরে বৃহস্পতিবার সকালে বাসার বেলকনিতে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয়।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।