ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাসাইলে পাঁচদিন পর নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
বাসাইলে পাঁচদিন পর নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে বাসাইল পৌরসভার উত্তরপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বাংলানিউজকে জানান, আনোয়ারা  মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় দুই বছর পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি তাকে বাড়িতে নিয়ে আসা হয়। ১৩ অক্টোবর তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এ কয়েকদিন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বিকেলে উত্তরপাড়ার একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।