ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
শার্শায় অস্ত্র-গুলিসহ আটক ১ পুলিশের হাতে আটক যুবক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলা থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ রনি হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রনি হোসেন উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের রিজাউলের ছেলে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার নাভারণ-শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ-শ্যামলাগাছি এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আটক রনিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এজেডেইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।