ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
সাদুল্লাপুরে নিখোঁজের ২ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রাসেল সরকার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার বড় দাউদপুর গ্রামের গড়েয়ার বিল সংলগ্ন  কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল বড় দাউদপুর গ্রামের খুশি সরকারের ছেলে।

 

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, দুইদিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে ওই কলাবাগানে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।  পরে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, রাসেলকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে।

এ বিষয়ে সাদুল্লাপুর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এমআরএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।