ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় রেলের তেল চুরির ঘটনায় অভিযান, আটক ২ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
খুলনায় রেলের তেল চুরির ঘটনায় অভিযান, আটক ২  তেল চুরির ঘটনায় আটকরা

খুলনা: খুলনা রেলওয়ের স্টেশনের সরকারি তেল চুরির তথ্যের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে স্টেশনে র‌্যাবের অভিযান পরিচালনা করা হয়। এসময় তেল চুরির সঙ্গে জড়িত ৫ নং ঘাট এলাকার মোতালেব হাওলাদারের ছেলে সজল হাওলাদার (২২) ও আব্দুল খালেকের ছেলে মো. মালেককে (২৭) হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানের র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার এনায়েত হোসেন মান্নান বলেন, দীর্ঘদিন ধরেই রেলের তেল চুরি হয়। এ ধরনের গোয়েন্দা তথ্য ছিলো আমাদের কাছে। রাতে হঠাৎ তথ্য পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চোরাই তেলসহ স্থানীয় মেসার্স তিন্নি এন্টারপ্রাইজের দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া তেল চুরির সঙ্গে জড়িত অন্য সদস্যরা পালিয়ে গেছে। তাদেরকে আটকে অভিযান চলছে।

এ ঘটনায় রেলের কর্তৃপক্ষও জড়িত বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।  

অভিযানের সময় খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকারকে একধিকবার তার ফোনে কল দিয়ে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।