ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ-শম্ভুগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
ময়মনসিংহ-শম্ভুগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের ভৈরব গেটের আউটার সিগন্যালের কাছে ৩৭ আপ ময়মনসিংহ এক্সপ্রেস নামক একটি মেইল ট্রেন লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (১৯ অক্টোবর) ভোর ৫টার দিকে চট্টগ্রাম থেকে ট্রেনটি ময়মনসিংহে আসার পথে বগির লাগেজ ভ্যানের চারটি চাকা লাইনচ্যুত হয়।  

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টায় লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়েছে।

লাইন মেরামত করতে আরও কয়েক ঘণ্টা সময় লেগে যায়। তবে সকাল ১১টা থেকে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
জেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।