ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে জামায়াতের আমীরসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
নারায়ণগঞ্জে জামায়াতের আমীরসহ আটক ৯ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিনসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ এলাকা থেকে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-মহানগর জামায়াতের আমীর মাওলানা মাঈনউদ্দিন, আনোয়ার হোসেন, রাশেদ বেপারী, আলমগীর বাহার, আল আমিন, শহিদুল, হারুন অর রশিদ, জয়নাল আবেদীন ও জাকির হোসেন।

 

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুজ্জামান জানান, গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এসময় পাঁচটি ককটেল, সাতটি আতশবাজি ও বেশ কিছু রডের টুকরো জব্দ করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।