ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাসিক ও চীনের ই-ইয়াং সিটির মধ্যে স্মারক সই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
রাসিক ও চীনের ই-ইয়াং সিটির মধ্যে স্মারক সই  স্মারক সই অনুষ্ঠানে দুই মেয়র। ছবি: বাংলানিউজ

রাজশাহী: পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) ও চীনের হুনান প্রদেশের ই-ইয়াং সিটির মধ্যে লেটার অব ইনটেন্ট স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানী ঢাকায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ স্মারক স্বাক্ষরিত হয়।

এ স্মারকে নিজ নিজ পক্ষে সই করেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ই-ইয়াং সিটির মেয়র মি ঝ্যাং ঝিয়েং।

এ সময় তারা উভয়েই ভবিষ্যতে উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চীনের হুনান প্রদেশের গর্ভনর সু দাজে, রাজশাহীর সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ। এ সময় অন্যদের মধ্যে রাজশাহী সিটি কপোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, নির্বাহী প্রকৌশলী রেয়াজাত হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।


হুনান প্রদেশের গর্ভনর মি. সু দাজে রাজশাহীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মতো ফ্লাইওভার নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।