ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভোলার বোরহানউদ্দিনে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ভোলার বোরহানউদ্দিনে নৌকা ডুবে শিশুর মৃত্যু

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে নৌকা বাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে শরীফ (১২) নামে এক শিশুর মৃ্ত্যু হয়েছে।

শুক্রবার (১৯ অক্টোবর) সন্ধায় তেঁতুলিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। শরীফ উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের প্রবাসী জাকির হোসেনের ছেলে।

 

স্থানীয়রা জানায়,  বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে তেঁতুলিয়া নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ সময় বাইচ দেখতে এসে স্রোতের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এতে শরীফ নামের শিশুটি পানিতে ডুবে মারা যায়। তবে এ ঘটনায় সাত্তার বেপারী নামে এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।  

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার বাংলানিউজকে বলেন, একজন নিহতের খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।