ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ আটক ৩  ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার: কক্সবাজার শহরের বিসিক এলাকা থেকে এক লাখ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

শনিবার (২০ অক্টোবর) সকালে ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।

 

আটকেরা হলেন-মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। এদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, একটি চক্র ইয়াবা নিয়ে আসছে এমন খবরে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলোদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।