ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের কান্দিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রব্বানী (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

শনিবার (২০ অক্টোবর) সকালে কান্তিভিটা ৩৮৫ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রব্বানি বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী ইউনিয়নের বেলতলা গ্রামের পুরাকাঠির বছির উদ্দিনের ছেলে।

তিনি চার-পাঁচদিন থেকে নিখোঁজ ছিলেন বলে জানান স্থানীয়রা।

ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিও তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রব্বানি গরু ব্যবসায়ী না মাদকবিক্রেতা নাকি তিনি পথ ভুলে ওই দিকে গিয়েছিলেন তা আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। তবে শুনেছি তিনি চার-পাঁচদিন থেকে নিখোঁজ ছিলেন।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।