ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ডাকাতদের দুই গ্রুপের গুলি বিনিময়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
নারায়ণগঞ্জে ডাকাতদের দুই গ্রুপের গুলি বিনিময়ে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে আবুল হোসেন (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। 

পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। ডাকাতদের নিজেদের মধ্যে গুলি বিনিময়ে তিনি মারা গেছেন।

 

শনিবার (২০ অক্টোবর) উপজেলার গোলাকান্দাইল টংলারচর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান জব্দ করা হয়।  

নিহত আবুল হোসেন সোনারগাঁওয়ের দক্ষিণপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, একদল ডাকাত অন্য কোথাও ডাকাতি করে ভোরে টংলারচর এলাকার রাস্তার পাশে বসে ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল। এসময় ভাগাভাগি নিয়ে ডাকাতদের মধ্যে গুলি বিনিময় হয়। গুলির শব্দ শুনে টহল পুলিশ সেখানে গেলে গুলিবিদ্ধ অবস্থায় আবুলের মরদেহ পরে থাকতে দেখে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।